প্রাচীনকালে ভাটির দেশ
ছিল স্বাধীন রাজ্য।
সাধক-রাজায় মিলেছে
সকল আর্য-অনার্য।
স্বাধীন দেশে প্রথম জেলা
নামটি তার যশোর।
সবুজ শ্যামলিমায় ঘেরা
দেখতে বড়ই মনোহর।
শাক-সবজির সমারোহ
আছে রবিশস্যের চাষ।
মৌসুমি ফলের আয়োজন
মিলছে বারোমাস।
ফুলের রাজধানী খ্যাত গদখালি গ্রাম।
রজনীগন্ধা-গোলাপ চাষে
মিলেছে অর্জন-সম্মান।
সুখ-সমৃদ্ধির বিনির্মাণে রাজস্বের ঘাঁটি।
এশিয়ার বৃহৎ স্থলবন্দর খ্যাত বেনাপোলের মাটি।
খেজুর রসের পিঠা পায়েস
জামতলার মিষ্টি।
কৈ মাছের প্রাচুর্যে ভরা নকশিকাঁথার অপরূপ সৃষ্টি।
মধুকবির চিহ্ন মেলে কপোতাক্ষের তীরে ।
সাগরদাঁড়িতে আসছে মানুষ স্মৃতি-বিজড়িত নীড়ে।
স্বীকৃতির ছোঁয়ায় ডিজিটাল জেলা প্রথম।
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ দৃষ্টিনন্দন অনুপম ।