অশান্ত, বিচলিত মনের অন্ধকার কুটিরে ভালোবাসার দীপ জ্বেলে  
যৌবনের মধ্যগগনে অফুরন্ত মানবতার ঐশী শরাব ঢেলে ঢেলে  
আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি অনাহত প্রৌঢ়ত্বের চোরাবালিতে।
বেদনার নীল রং মুছে গেছে সময়ের আয়েশি ঢঙে  
নিঃশব্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে  লাঞ্ছিত মানবতা  
স্বপ্ন সাধ আহ্লাদ সবকিছুই হারিয়ে গেছে  নিষ্পেষণের নৈরাজ্যে।  
তবুও সাহসী আত্মারা চিরদিন অম্লান অক্ষয় হয়ে বাচে  
নিপীড়িতদের মাঝেই নিষ্পাপ ভবিষ্যতের স্বপ্ননায়ক হাসে  
জয় পরাজয়, হাসি কান্না সবকিছুই তুচ্ছ মনে হয় অন্তিম জীবন সায়াহ্নে।