জীবন মানে শুরু জগৎমাঝে আসা
সকল কিছুর ভিতর খুঁজি আশা-ভালোবাসা।
দিন দিন শিখি নিয়ম নীতি-রাজ
সিঁড়ি বেয়ে উপরে চলাটাই মোদের কাজ।
অজ্ঞান-মূর্খতায় ভরা কালো এ জীবন,
ছন্দ মেলাতেই বুঝি ছুটি প্রাণপণ।
বহুদূর ছুটে চলে হতবাক হয়,
অবিরাম ছন্দপতন কীভাবে যে হয়।
কালে কালে বেড়ে চলে দুনিয়ার নেশা,
পথভ্রষ্টদের কাছে যেন অবিরাম তামাশা।
জীবন মানে যুদ্ধ, জীবন মানে বাজি,
দম ফুরালে চারিদিক অন্ধকার আজই।
কতই না বিচিত্র এ জগৎ-সংসার,
আসা-যাওয়ার মাঝে এক নিরন্তর পারাপার।
ষড়রিপুর টানে মোরা চলেছি করে পাপ,
নক্ষত্রেরও পতন দেখি চারিদিকে ধপাধপ।
মাঝেমধ্যে ভাবি যারা বাঁচব চিরকাল
মোহনীয় রঙঢঙে তারা বেমিশাল-বেসামাল।
জীবন মানে স্বপ্ন দেখা দিনের পর দিন
বাঁচি-মরি যেভাবেই হোক না সে রঙিন।
জীবন মানে দুঃখ-সুখের তরঙ্গের ভেলা,
চারিদিকে স্বপড়ব নিয়ে মুখরিত মানুষের খেলা।
সার্থক জীবন তাদেরই হয়,
অদৃষ্টের লিখন যার বিজয়মাল্য দেয়।