জীবনের স্রোতে আমি ভেসে যেতে চাই
কল্পনার রঙিনে কখনও বা হারাই।
হেসে খেলে আমি জীবন পার করতে চাই
সুদিনে আছি ভালো দুর্দিনে করি হায়!
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই ॥
এটাই জীবনের দর্শন কখনও করি না বড়াই,
সারাটি জীবন এমনিভাবে লিখে যেতে চাই।
গরিব-দুঃখীর ভালোবাসা আমার পুঁজি ভাই,
অন্যায়-অবিচারের কথা তুলে ধরতে চাই।
তোমার দেখা বা না-দেখা আমি সবারে জানাই,
আঁধার-আলোর মরীচিকায় জীবন কাটবে ভাই।
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই ॥
জীবনভর আমি মানবসেবা করে যেতে চাই,
শয়নে স্বপনে আমার একটা চিন্তা ভাই।
কীভাবে মানুষের উপকার হবে বুঝি হায়!
বিপদে থেকে পাশে করো মানুষের উপকার সবাই।
এটা আমার নিবেদন তোমাদের কাছে ভাই,
আমি হাত তুলে তোমাদেরকে স্বাগত জানাই।
দেশকে বিশ্ববাসীর চোখে ধরবে তুলে সবাই,
তোমাদের সাফল্যে আমি গর্বিত জানাই।
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই
আমি জীবনের টানে কাজ করে যেতে চাই ॥