নির্বোধ, ধর্মান্ধ সমাজের কারাগারে উদারতার দৃষ্টি দিয়ে
শুভ চিন্তা, বুদ্ধি ও বিবেকের সবটুকু পরশ হৃদয় ও মনে নিয়ে
আমি হেঁটে চলেছি মাশরেক থেকে মাগরেব
হেঁটে চলেছি শৈল্পিক পৃথিবীর বৈচিত্রময় ভুবনে।
ধিরে ধিরে ভক্তির বৈষয়িকতায় ভক্ত হয়েছে বিচলিত
আত্নসর্ম্পনের কণ্ঠ রুদ্ধ হয়েছে বাহ্যিক আচার অনুষ্ঠানের ছোঁয়ায়
ধর্মের ধ্বজা আঁকড়ে ধরেছে শকুনরূপী মানব
তবুও আল্লাহর কৃপায় এ জমিনে মানব প্রেমের ফুল ফোটে
ঐশ্বরিক চৈতন্যের আলোকছটায় পবিত্রতার স্ফূরণ ঘটে
ধর্ম, উদারতা, প্রেম মিলেমিশে একাকার হয়ে যায়
জীবনের গোধূলিতে।