জীবনের পথ নয় মসৃণ সোজা কোনোদিনই নয়;
বাধা-বিপত্তি, ক্লান্তি-অশান্তি সব করতে হবে জয়।
সাহসের অভাব, পদে পদে ভয় আসবে শুধুই বাধা;
সামলে শঙ্কা বাজলে ডঙ্কা কেটে যাবে জীবনের ধাঁধা।
তিমির রাত্রি পার করতে হবে যাত্রীরা হুঁশিয়ার;
সাহসী যুবক দাও তুলে পাল দ্রুত হতে হবে পার।
জীবনে বাধা কালে কালে আসে ঘোর তমানিশার রাত্রি;
শক্তি সাহসে যারা আগুয়ান তারাই হয়েছে সফল যাত্রী।
কষ্ট দুঃখ ভোগ না করে কেউ পেয়েছে কভু সম্মান;
ত্যাগ তিতিক্ষা উৎসর্গের মাঝেই মানুষ হয়েছে মহান।
না করলে কর্ম, কোথায় থাকে ধর্ম, ফল কিরূপে হয়;
যথাসময়ে ইচ্ছা, না করলে চেষ্টা, জীবনটাই বৃথা রয়।
সফল জীবন গড়তে হলে জানতে হয় ব্যর্থতার কারণ;
সেইতো জীবন ধন্য হয় ভুবন, মহাকাল করে যা ধারণ।