ধরার বুকে মানুষ রবে না চিরকাল,
বেঁচে থাকার সংগ্রামে সকলেই বেহাল।
দুঃখের মাঝে মেলে একটুখানি সুখ
জীবনের বন্ধন কক্ষনোই রবে না অটুট।
হারজিতের ভিতর নেই কোনো খেদ
জীবনের অর্থ খুঁজতে বাড়ে যত জেদ।
না-পাওয়ার বেদনা শেখায় চিরদিন
মানবপ্রেম হয় অম্লা অমলিন।
দিনরাতের খেলায় মেতে আছি সব
অদৃষ্টের সাগরে শুনি যত কলরব।
কালের মায়ায় চলে জীবনের ভেলা,
চারিদিকে দেখি শুধু মানুষেরই মেলা।
ভ্রান্ত পথিকেরা পায় না খুঁজে পথ
মহাকালের পথে শুনি দৃঢ় শপথ।
বুকে যাদের সাহস মনে থাকে বল
দুনিয়াতে তারাই প্রকৃত সফল।
জীবনের বন্দনা করাই মোদের কাজ
সসীমের মাঝে মেলে অসীমেরই রাজ।