প্রান্তিক আটপৌরে জীবনের ভাঁজে ভাঁজে পবিত্রতার পরশ ছিটিয়ে
অন্ধগলির চৌরঙ্গীর মায়াময় মরীচিকা কাটিয়ে
আমি ছুটে চলেছি মহিমান্বিত বসন্তের খোঁজে।
নিঃশেষ হয়ে গেছে জীবনীশক্তির অফুরন্ত ভাণ্ডার
সময়ের চোরাবালিতে মুখ লুকিয়েছে তারুণ্য
কালের বিমূর্ত আয়োজনে নিঃসঙ্গ হয়েছে কল্পনাচারি মন।
তবুও নিরন্তর পথচলার আমৃত্যু শপথ নিয়ে
ঐশ্বরিক শক্তির স্বর্গীয় সোপানে নিজেকে ভেবে
আমি ধিরে ধিরে বিলীন হচ্ছি লা-মোকামের দ্বারপ্রান্তে ।