লৌকিকতার বেড়াজালে বন্দি আধ্যাত্মিকতার বীজ
ধর্মের মাহাত্ম্য বিলীন হয়ে গেছে বৈষয়িকতার ভিড়ে
অর্থের আড়ালে মুখ লুকিয়েছে জ্ঞান পাপীর দল,
ঐশ্বর্যের ভিড়ে চাপা পড়ে গেছে মানবতার পাঠ।
তবুও বেঁচে আছে মানুষ,
জেগে আছো হাজারো স্বপ্ন
ডুবে আছে চিন্তার ফসল, সভ্যতার চৌহদ্দিতে
যেখানে অন্ধ গলির চৌরঙ্গি পেরিয়ে
অসীম সাহস ও ধৈর্যের বাঁধ টিকিয়ে
মানুষ হেঁটে চলেছে ক্ষমা ও প্রাপ্তির অন্তহীন দিগন্তে।