শিরক বেদআতের নিক্তিতে আমল মেপে মেপে
ঐশ্বরিক অনন্ত যাত্রায় অকাতরে নিজেকে সপে
আমি এগিয়ে চলছি অনবদ্য প্রান্তিক জীবনের দ্বারপ্রান্তে ।
ধুয়ে মুছে গেছে পাপ পঙ্কিলতার অজস্র গ্লানি
শুকিয়ে গেছে ক্লান্ত পরিশান্ত আত্মার অশ্রুজল
মলিনতায় রুপ নিয়েছে সুহাস্য মুখশ্রী ।
তবুও অন্দরমহলে আল্লাহর অপার লীলা ঘটে
জীবন যৌবনের মণিকাঞ্চনে বহু কিছু রটে
বারে বারে আমি হারিয়ে যাই খোয়াবের ঐশী ভুবনে ।