হেঁটেছি অনেক পথ
ক্লান্ত হৃদয়ে চলেছি তোমার সাথে।
ভাবনার গভীরে ছিলে তুমি
ধরা দিয়েছিলে হাতেনাতে।
কী ছিল অপূর্ব তোমার ব্যবহার!
কাটিয়েছি বহুকাল একসাথে,
সকাল-সন্ধ্যায়, দিনে-রাতে।
প্রেমের নদীতে জাগে ঢেউ
আসে বান কখনও নিশ্চিত।
যদি না থাকে নদীতেই জল
কোথায় থাকে প্রেমের অস্তিত্ব
প্রেম হয় অনিশ্চিত।
থাকে না নদীর একই জলধারা
চির সর্বদা বহমান।
প্রেমভিখারি কভু খোয়ায় না
বিনা কারণে মান-সম্মান।
আমি জেগে থাকি সারারাত
জেগে থাকে প্রেমে মত্ত পৃথিবী।
হৃদয়ের গভীরে জেগে থাকে প্রেম
জীবনের ক্যানভাসে মেলে তারই প্রতিচ্ছবি।
কালে কালে বেড়েছে
জীবনের মায়া।
তুমি আমার হয়ে উঠেছ
ছায়া মান কায়া।
প্রেমের নদীতে গড়েছে উঠে বাঁধ,
স্থির জলে ভেসে ওঠে পূর্ণিমার চাঁদ।
যদিও নেই ঢেউ
নদীতে আছে প্রাণ।
অশান্ত অস্থির প্রেম
আজ ক্লান্ত তবুও বহমান।