ঐ যে দূরে উত্তাল সমুদ্র
জানালাটা খুলে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমি,
অপলক দৃষ্টিতে তাকিয়ে উন্মুক্ত নীলাকাশের পানে,
মনটা ছটফট করে উঠল তোমার জন্য।
বছর দশেক আগে কোনো একদিন-


এসেছিলুম তোমাকে নিয়ে সমুদ্র দেখতে।
দূরে গাংচিল, বাতাসের তীব্রতায়
এলোমেলো উড়ছিল তোমার খোঁপার চুল।
ক্ষণিকের তরে ভেবেছিলাম আমি-


পৃথিবীতে যেন আমরা দুজন মানব-মানবী।
আবেগে উত্তাল যৌবনের গানে মাতোয়ারা,
উষ্ণ অধরের ছোঁয়ায় সিক্ত ছিলাম মোরা।
অতীতের সে সোনালি দিন
মনের মতোই ছিল কত-না রঙিন!
আজও মনে পড়ে তোমায় স্মৃতির পাতায়-


হৃদয়মাঝে চিরঅম্লান অক্ষয় তুমি।