আমি তোমার কাছে করুণা ভিক্ষা করতে আসিনি
আসিনি তোমার কাছে অধিকারের দাবিতে
সম্পর্ক সবটুকু তুমি ছিনড়ব করতেই পারো
পারবে কি আমাকে হৃদয় থেকে মুছে ফেলতে
ভুলতে পারবে কি তুমি কৃষ্ণচূড়ার ঘ্রাণ
যেখানে হারিয়েছি দুজনে মন-প্রাণ
তারপর দুজন দুজনের কাছে আসা
গুনগুন করে নীরবে নিভৃতে ভালোবাসা
দুজন মিলেমিশে হয়েছিলাম
এক নিবেদিতপ্রাণ।
তারপর এমন কী হলো!
আমাদের সুখতারার সুখপাখি উড়ে গেল খাঁচা হতে
পাখির ডানা ঝাপটার মতো পলকেই হালকা হলো সম্পর্কের বাঁধন
হারিয়ে গেল আস্থা বিশ্বাস
শুরু হলো সম্পর্কের ফাটল
অবিশ্বাস দানা বেঁধে উঠল মনের মুকুরে
হৃদয়ে বেজে ওঠা রাগরাগিণীর সুর বন্ধ হয়ে গেল
হারিয়ে গেলে তুমি আমার জীবন থেকে
হারিয়ে গেল ভালোবাসার উষ্ণ প্রস্রবণ আমার জীবনের ফাগুন হতে
স্মৃতির চাদরে নিজেকে মুড়িয়ে
ভেবে ভেবে গত হয়েছে দিন মাস বছর
আবেগের নদীতে ঢেউ এসেছে বহুবার
কখনো মনে হয়েছে আমি ছুটে যায় তোমার পানে
ছুটে যায় চির আকাক্সিক্ষত মুহাব্বতের টানে
মানে না মন
হায়রে যৌবন!
তুমি কি সর্বনাশী উষ্ণ আমন্ত্রণ
শুধুই মনে হয়েছে
তুমিও কি হয়েছ আমার মতো পাগল
অনুভবে অনুরনে হারিয়েছ মন
প্রেমের অন্তঃজ্বালায় ভুলেছ সমাজ সংসার
পরেছ কি তুমি প্রেমকাননের কণ্ঠহার
যদি এমনই হয়ে থাকে তাই
কেন তবে পারি না ভাঙতে মনে আছে যত বড়াই
কেন তবে পারি না ভুলতে মনের অবিশ্বাস ও দোলাচল
এগিয়ে আসে পারি না বাড়াতে মনের আস্থা অবিচল
হিসেবের খাতায় যদি হয়ে থাকে ভুল
শুধরে নিয়ে নতুন জীবন শুরু করাই যায় বিলকুল
আমরা চাইলেই আবারও পারি বিশ্বাসের বাগানে ফুল ফোটাতে
পারি আমরা অবিশ্বাসের নদীতে ঢেউ জাগাতে
পারি আমরা হৃদয় মাঝে প্রবল জোয়ার আনতে
আমরাই পারি নতুন সম্পর্কের মজবুত ভিত গড়তে
আমি তোমার কাছে করুণা ভিক্ষা করতে আসিনি
আমি এসেছি আমি থেকে আমরা হতে
শুধুই আমরা হতে।