আমি কাজে বিশ্বাসী একজন মানুষ,
কাজ করে যাই দিনরাত
দেশ ও দশের তরে।
মিথ্যার ফুলঝুরি দিয়ে
আমি মানুষকে মুগ্ধ করতে চাই না।
চাই না মানুষকে অন্ধকারে রেখে
নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে।
এমনকি মেকি ভালোবাসা দিয়ে
আমি মানুষকে প্রলুব্ধ করতে চাই না।
আমি চাই শুধুই নিরন্তর
কাজ করে যেতে,
মানুষের সাথে মিলেমিশে
মানুষের জন্য কিছু করতে,
মানুষের সেবায় জীবনকে উৎসর্গ করতে।
একটি সুন্দর দেশ গড়ার
স্বপ্ন নিয়ে আমি
নিরলসভাবে কাজ করতে
চাই এমনকি আমৃত্যু।
আমি আগামীর স্বপ্নকে
দুচোখ ভরে দেখে যাওয়ার
ইচ্ছা করি।
কিন্তু যদি না পারি তবে
নতুন প্রজন্মের জন্য
রেখে যেতে চাই
নতুন দিনের নতুন ক্ষণের
কিছু দৃষ্টান্ত।
আলোকিত করতে চাই
আগামীর মানুষকে,
আমার আলোয় আলোকিত
লাখো লাখো মাঝে আমি বেঁচে থাকতে চাই।
আমি চিরকাল বেঁচে থাকতে চাই
কর্মের মাঝে,
দেশ ও জাতির কাজে।