কষ্ট আছে হরেক রকম মানুষেরই মাঝে;
কষ্ট ছাড়া বড় হয়েছে কেবা মোদের আছে।
কষ্টের প্রহর গুনে মোরা কাটাই দিবানিশি;
কষ্ট মেনেই গড়তে জীবন আমরা ভালোবাসি।
কষ্ট নিয়ে ক্লান্তমনে চলি সংগ্রামের পথে;
ঐ যে দূরে আলোর দিশা জীবনের আঁকেবাঁকে।
কষ্টেরই মাঝে আছে এক অন্যরকম শান্তি;
কষ্টের মূল্যায়ন পেলে কেটে যায় মনের ক্লান্তি।
কষ্ট আছে অনেক রকম জীবনে আনে বাধা;
নীল কষ্ট লাল কষ্ট যেন জীবন মানেই ধাঁধা।
কষ্ট করে ধৈর্য নিয়ে যারা বড় হতে চাই;
জগৎমাঝে তাদেরই দিনদিন শ্রী বৃদ্ধি পায়।
কষ্ট ছাড়া জীবন আছে ভাবতেই লাগে বেশ;
কষ্ট সাধনে কেষ্ট মেলে এটাই জীবনের মর্মবাণী শেষ ।