হৃদয়মাঝে শুনি কার সে ধ্বনি
অবিরাম অবিরত চিন্তার তিনি খনি।
ভেদের মাঝে দুর্ভেদ্য অস্তিত্ব যিনি
চিরসত্তায় লীন হয়ে আছেন তিনি।
তার খেয়াল বুঝতে গেলে হতে হয় মূক
ধরার মাঝে আপন সাজে তিনি অপরূপ।
কী খেলা খেলেন তিনি নিত্যনতুন ছকে
ভবের পালা সাঙ্গ করেন আপন বীরদর্পে।
কোটি কোটি রূপের মাঝে প্রকাশ ছাড়া কী,
আপন আলয়ে সাঁই হাজির বৈকি।
কর্ম করে ফল পেতে ব্যাকুল হন যিনি
ভাগ্যগুণে চিরকাল বঞ্চিত তিনি।
হিসাব কষতে বসলে জনম হবে পার
ভুবনমাঝে তার লীলা বোঝা বড় ভার।
সওয়াল-জবাব করে করলাম জনম পার
গাঙ্গে তরী বায় কে জানলাম না একবার।
নফসের গোলামিতে মিলল না ফুরসত
অজানাই রয়ে গেল দয়ালের হাকিকত।
হিয়ার মাঝে আপন সাজে আছেন যিনি সাঁই
মানবপ্রেমে ধরার মাঝে বিরাজিত তিনি নির্দ্বিধায়।