ভবের বাহারি হাট বাজারে সত্যের পূজারী সেজে
অজিজ্ঞতার ঐশী আলোয় প্রতিনিয়ত নিজেকে ঘষে মেজে
আমি এগিয়ে চলেছি চিরয়াত সত্যের দ্বারপ্রান্তে।
সময়ের পরিক্রমায় মন হয়েছে ঋদ্ধ
সমাজের বৈরী আচরনে ক্ষুব্ধ হয়েছে বিবেক
শাশ্বত চিন্তা মুখ লুকিয়েছে বৈষিয়িকতার আভরণে।
তবুও জীবনের পালাবদলে সভ্যতার চাকা ঘুরছে
খোলা আকাশের নিচে স্বাধীনতার পতাকা পতপত করে উঠছে
যৌবনের ঋণে কেবল জীবন ভিক্ষা করে লোক চক্ষুর অন্তরালে।