মাগরিবের আযানের সুমিষ্ট সুমধুর ঐশী ধ্বনি শুনে
আল্লাহর রহমত ও মাগফেরাতের আশা অন্তরে বুনে
আমি হেঁটে চলেছি বিরামহীন জীবনের ক্রান্তিলগ্নে।
কখনো বা পাপের আতিশয্যে মরিচা ধরেছে বিবেকে
অনাচার ও দুরাচারের চতুরঙ্গে জীবন হয়েছে অতিষ্ঠ
সুবুদ্ধি ও বিবেক নির্বাসনে গেছে সময়ের ক্ষণে ক্ষণে।
তবুও আল্লাহর অপার কৃপা ও করুণার মহাসাগর দেখে
মকবুল বান্দা হিসেবে ক্ষমা পাওয়ার আশায় বুক বেঁধে
আমি একটু একটু করে এগিয়ে চলেছি
অনন্তকালের পথে
আধ্যাত্মিকতার অন্তহীন দিগন্তে।