কোথায় ধর্ম খোঁজো তুমি
মন্দিরে মসজিদে গির্জায়।
মানুষের চেয়ে বড় ধর্ম
সৃষ্টির কোথায় বল পায়।
জাত পাতের দোহাই দিলে
মানুষেরই হয় অপমান।
জাতের কি রূপ আছে বলো
সকলে মোরা আদম সন্তান।
ধরায় আসলে দ্যাখো শিশু সব
রক্তে মাংসে মানুষ।
পেয়েছ শরীরে ধর্মের সিল
বাড়াও তব জ্ঞান-হুঁশ।
উঁচু নিচু শ্রেণিভেদ করে
বাড়ায় মানুষের ক্ষতি।
সকলের তরে বাড়ায় হাত
আমরা এক মানবজাতি।
স্রষ্টা করেননি সৃষ্টিতে বিভেদ
একথা সকলে মানি।
কেন তবে মোরা দেখি ভেদাভেদ
সৃষ্টির জন্য হয় মানহানি ।
প্রেম প্রীতির বন্ধনে
ভাঙি মোরা সব শিকল।
মানুষই হোক মানুষের পরিচয়
হিংসা বিদ্বেষ হোক বিকল।