দেখা হবে-মানুষের সাথে মানুষের তরে
পূর্ব থেকে পশ্চিমে এ পৃথিবীর মানব-সরোবরে।
মানুষ-জনম শ্রেষ্ঠ জনম ধরায় সকলে কয়
মানবসেবা ছাড়া কোনো ধর্ম পূর্ণাঙ্গ নয়।
হাজার বছর বেচে থেকে কী বা বলো লাভ
কাম μোধ লোভ মোহ মিলে হয় মানবস্বভাব।
প্রেম প্রীতি ভালোবাসা মিলে পূর্ণ হয় ভুবন
মানবরহস্য ভেদ হলে হয় জগৎ উন্মোচন।
ব্রহ্মাণ্ডে যা-কিছু আছে ক্ষুদ্র ভাণ্ডে তা রয়
সাধনার দ্বার উন্মুক্ত হলে ভজন গুনে জানা যায়।
তিন কুড়ি তেরো ফিরকায় ধাঁধায় আম-মুসলিম
কলবের বিদ্যা পাতায় পড়ে মিটে না তৃষ্ণা চিরদিন।
জীবসেবায় শিবসেবা মানে না যারা নরাধম
কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ মোক্ষলাভে নরই নারায়ণ।
কোরান পুরাণ দ্যাখো পড়ে মিলবে হাজারো চরণ
মানবসেবা-প্রেম ছাড়া হয় না কোনো ধর্ম-আচরণ ।