মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকো ভাই।
মানুষের চেয়ে বড় ধর্ম সৃষ্টির কোথায় বলো পাই।
বিপদে আপদে পাশে থেকে আমরা করি মানুষেরই সেবা
ইবাদত বন্দেগি বড় কী আছে সৃষ্টির খেদমত ছাড়া কিবা।
জাত-পাত, ধর্ম-বর্ণ আছে সমাজে বিভেদের কত দেওয়াল
ভাঙতে হবে অন্যায়,অবজ্ঞা,পার্থক্য-প্রভেদের যত বেড়াজাল।
হিংসা বিদ্বেষ ত্যাজি আমরা সর্বদা করি মানুষের ভালো
প্রেমের বন্ধনে বিদূরিত করি অন্ধকার হোক না যতই কালো।
আকাশ বাতাস চন্দ্র সূর্য বিধাতা সকলের জন্য দিয়েছেন এক
কেন তবে মোরা দেখি বিদ্বেষ মানুষের মাঝে যত ফারাক।
কেন করি তবে উচ্চ-নীচ, ধনী-দরিদ্রের যত বড়াই
কেটে দ্যাখো শরীরের রক্ত লাল পার্থক্যের কোনো ঠাঁই নেই।
অসুস্থ মানুষকে যে করছে সেবা অসহায়কে যে দেয় সহায়
এমন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জমিনের ওপর কোথায় বলো পাই।
দুঃখী, গরিব অসহায় মানুষদের যত পারো করো সেবা।
মানুষই হোক মানুষের বন্ধু, মানুষের পাশে মানুষ ছাড়া আছে কেবা।