আশ্বাসের বেলাভূমিতে নিরাশার ঘন কালো বিকট অন্ধকার
ভাবিয়ে তোলে সংশয় ও সংকোচের উঁচু উঁচু চূড়া
জাগিয়ে তোলে সংকটের উত্তাল জলধিতরঙ্গ
যার অভিঘাতে নিমিষেই নিশ্চিন্ন হয়ে যায় আশার প্রাণপ্রদীপ।
তবুও ঐশীর আলোর ঝলকানিতে স্নাত হয়ে
প্রগাঢ় ভালোবাসার অনন্ত সমুদ্র আকণ্ঠ পান করে
আমি বীরদর্পে এগিয়ে চলেছি চলমান সভ্যতার তালে
গোপন করেছি অযাচিত ভাবনার যত ঘনঘটা সময়ের আড়ালে।
আবারো সম্পর্কের মধুচন্দ্রিমায় রঙ ধরেছে
কৃষ্ণচূড়ার চোখ ধাঁধানোরূপে যৌবনের প্রাণ ফিরেছে।
সমাজ, সংসার, ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে মানবিক মূল্যবোধের চূড়োঁয়।