মানবকুলের শিরোমণি তিনি দোজাহানের মান;
মোহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
উম্মি নবী সিনায় পেলেন মানবের মুক্তির ফরমান;
কোরানের বাণী প্রচারে পেলেন সাহাবিদের আহ্বান ।
হেরা পাহাড়ের ঐশী আলো তিনি ছড়ালেন দুনিয়াব্যাপী;
অন্ধকার পথ ছেড়ে আলোয় এল কত-না পাপী-তাপী।
ছিল নারী নিঃস্ব অসহায় সমাজে মানমর্যাদাহীন;
শেখালেন নারীদের সম্মান দিলেই হয় মানবতা বিশ্বজনীন।
নবীর আদেশ মায়ের হক সবার আগে করো আদায়;
তিনবার মায়ের হক আদায় হলে পিতা একবার পায়।
শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় ছিলেন এক দেহ মন প্রাণ;
ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিতে উম্মতকে করলেন আহ্বান।
বিশ্বমানবতার নবী শেখালেন মানবতার জয়গান;
যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনিই মানুষের মধ্যে সর্বোত্তম।