হিংসার কালিমা আমি অন্তরে মাখতে চাই না,
বিদ্বেষের গ্লানি আমি সমাজে ছড়াতে চাই না,
চাই না আমি মানুষে মানুষে বিভেদের প্রকা- দেওয়াল।
মানবতা ভুলে আমরা মাঝেমধ্যে হয়ে যাই বড়ই বেখেয়াল
যার নিগূঢ় অনুভূতি মানুষের মাঝে
প্রেম ও প্রীতির বন্ধনকে নিশ্চিহ্ন করে দেয় চিরতরে,
নিশ্চিহ্ন করে দেয় একতার কথা,
আসে না ভাবনার গভীরে অন্যের ব্যথা
যে ব্যথার করুণ কাহিনি ছড়িয়ে রয়েছে এই ঘুনেধরা সমাজের পরতে
পরতে।
আমি সেই ঘুনেধরা সমাজের পটভূমিতে দাঁড়িয়ে
নিয়েছি দীক্ষা মুক্তির, নিয়েছি শপথ ঐক্যের, নিয়েছি সংকল্প মানবতার
যার চাদরে মুড়িয়ে আমি পৌঁছে যাব
হিংসা-বিদ্বেষহীন এক পৃথিবীতে, যেখানে-
মানুষে মানুষে প্রেম হবে।
সারাদিনের ক্লান্তি শেষে মানুষ পরম স্বস্তির নিঃশ্বাস ফেলবে,
রাতে জোছনার আলো হৃদয়ে মেখে জিঘাংসার কালো থাবাকে বশ মানাবে
এক জ্যোতির্ময় অনুভূতির ছোঁয়ায় খুলে যাবে বিবেকের সকল দ্বার,
বেরিয়ে যাবে অন্তরের বিষাক্ত কালো ধোঁয়া,
ছিঁড়ে যাবে পাপ ও অভিশাপের অনাহূত বন্ধন।
সেদিনই মনের মণিকোঠায় জ্বলে উঠবে
মানবতার আলোকময় শিখা
যে শিখার খোঁজে মানুষ উদ্গ্রীব হয়ে বেঁচে থাকে চিরকাল।