জীবনের উন্মুক্ত চোরাবালিতে যৌবনের উদ্দাম তা-ব দেখে
যৌবনের তক্ষশীলায় মরীচিকাসহ অভিজ্ঞতার পান্ডুলিপি ঘেটে
আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি প্রৌঢ়ত্বের ঘেটে গহিন বলয়ে।
আত্মস্বীকৃতি আজ আত্মমর্যাদার গলায় কাঁটা হয়েছে
নির্লজ্জের সীমায় পসরা সাজিয়েছি ক্লান্তির নির্লিপ্ততা
সাম্য ও মৈত্রীর বাণী ধকে ধুঁকে মরছে প্রাণহীন সমাজের জাতাকলে।
তবুও সত্য ও সুন্দরের পথে স্বপ্ন দেখার বাসনা জাগে
নৈরাজ্যের যবনিকায় নতুন ভোরের রক্তিম ফোয়ারা ওঠে
বিবেক, বুদ্ধি ও চেতনায় যোগ হয় মানবতার নতুন গল্প।