নান্দনিক সভ্যতার বুকে আটপৌড়ে হৃদয়ছোয়া গল্প
মনের মাঝে লুকিয়ে থাকা কষ্টের পৌনঃপুনিক অভিব্যক্তি
না পাওয়ার কষ্টে হৃদ মাঝারে সীমাহীন হাহাকার ও দৈন্যতা
দৈনন্দিন সংসার যাত্রার শূন্যতায় মোড়ানো অভিনব নাটক।
সবকিছুই সরল জীবনকে জটিল করেছে সময়ের ক্ষণে ক্ষণে
প্রশান্ত মনে অশান্তির ঝড় তুলেছে অতি সঙ্গোপনে
কোমল হৃদয়কে কঠিন করেছে সংকটের নির্মম সন্ধিক্ষণে।
তবুও নিরব মনের ভাঁজে ভাঁজে কামনার সূর্য ওঠে
সুখ-শান্তির মনিকাঞ্চনে হৃদয়ে বসন্তের ফুল ফোটে
সভ্যতার সংলাপে জীবনের মিতালি হয় ক্ষণিকের তরে।