নফসানি খাশিয়াশের সাগরে অনর্গল ডুব দিয়ে
আত্নঅহমিকা ও আত্নগরিমার কণ্ঠহার গলায় পরে
আমি ধিরে ধিরে এগিয়ে চলেছি নির্লিপ্ত পৃথিবীর পথ প্রান্তরে।
সময়ের প্রয়োজনে জীবনের সঙ্গী হয়েছে প্রাচুর্যের অভিশাপ
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে প্রশান্তি খুঁজেছে অশান্ত যৌবন
হতাশা ও নৈরাজ্যের ঢেউয়ে ঠিকানা হারিয়েছে সুখের খেয়া।
তবুও হতাশাগ্রস্থ মনের গভীরে আশার প্রদীপ জ্বলেছে
সমস্যার অন্তহীন দিগন্তে সমাধানের পথ খুলেছে
সময়ের ব্যবধানে স্বপ্ন, সাধনা, সুখ বেকার হয়ে যায় মৃত্যুপুরীর গলিতে।