সেদিন দেখা হলো দুজনের
বহুদিন পরে অন্তরে মিলল প্রাণের সাড়া।
হিমশীতল হয়ে গিয়েছিল দেহ
অশ্রুজলে ভরেছিল দুচোখের নয়নতারা।
ফিরে গেলাম সেই পিছনে
স্মৃতির সাগরে ডুব দিয়ে হলাম আমি ব্যাকুল।
গত হয়েছে দিন মাস বছর
মানুষটা তুমি যেন আগের মতো আছ বিলকুল।
পারিনি তোমাকে ফেরাতে
কিন্তু করেছিলাম চেষ্টা মন থেকে বহুবার।
কে জানে নিয়তি আমাদের নিয়ে
করবে খেলা, দিন গুনে মন পুড়ে হবে ছারখার।
আমিও ছিলাম অটল
মনেপ্রাণে ছিল বিশ্বাসের একটুকরো সুবাস।
বেড়েছে সংঘাত-দ্বন্দ্ব মনে ক্ষণে ক্ষণে
তবুও আশার আলো মনে উঁকি দিত একরাশ।
ছাড়িনি আমি হাল
অনেক ইচ্ছের পসরা সাজিয়ে ধৈর্য ধরেছি বহুকাল।
দিনে দিনে বেড়েছে ঋণ
ভেবেছি উজাড় করে ভালোবাসব তোমাকে চিরকাল।
হয়তোবা হয়েছে কিছু ভুল
বুঝিনি আগে, করেছি সংশোধন নিজেকে, পেয়েছি দিশা।
বিশ্বাসের খুঁটিটি হয়েছে শক্ত
হেঁটেছি অনেক পথ, পায়ে মাড়িয়েছি বিষাক্ত যত সীসা।
আজ ভাবছি ছিনড়ব করে সব দেয়াল
মিলব তোমার সাথে, ভুল-বোঝাবুঝির হবে অবসান।
গড়ব নতুন করে স্বপ্নের প্রাসাদ
উজাড় করে বাসব ভালো তোমাকে, রাখব তোমার মান।