একদিন সমস্ত পৃথিবী নিস্তব্ধতার চাদরে ঢেকে যাবে,
বল্গাহীন হরিণের মতো সে আঁধারে ঘুরে বেড়াবে জোনাকি পোকা,
যান্ত্রিক মানবসভ্যতার পতনে শুধুই শোনা যাবে ঝিঁ ঝিঁ পোকার ডাক-
কালজয়ী উপাখ্যানের পরিসমাপ্তি হবে কালের অতল গহ্বরে।
তবুও স্বপ্নের পাখিরা প্রতিদিন পাখা মেলে আকাশে ওড়ে,
জোছনার প্লাবনে ভেসে চলে মন অনন্ত যৌবনের পথে,
পার্থিব সুখ-শান্তির অঢেল পসরায় সমাহিত হতে চায় মন-
স্বর্গীয় প্রশান্তির নিবিড় আলিঙ্গনে তৃপ্ত হতে চায় অন্তরাত্মা।
কেন তবে বিরহের করুণ সুরে মিলনের এত আকর্ষণ,
চারিদিকে মৃত্যুপুরীর কান্নার শব্দে উৎসবের অফুরন্ত আমেজ,
নাকি নিয়তির ডাকে ক্লান্ত শীর্ণ জীর্ণ হয়ে কেবল অবিরাম পথচলা-
সুখ-দুঃখের মহাতরঙ্গে ভেসে থেকে-এ এক মহাজীবন উপলব্ধি।