মহাকাব্যিক আলোর ছন্দপতন!
খালবিল ও সমতলে জন্ম নেওয়া খোকা
একদিন বদলে দেয় বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস।
রাঙা প্রভাতের নতুন সূর্য ওঠে নীলিমার বুক চিরে,
সারি সারি গাঙচিল শুনিয়ে যায় আগামীর বার্তা,
বনস্পতির ছায়ায় শান্ত কিশোরের চোখে মুখে হাসির ফোয়ারা,
দিগন্তে হারিয়ে যায় কালো মেঘ,
তবুও ঝড় ওঠে,
ঝড় ওঠে বাঙালির শিরা উপশিরায়,
ঘন ঘন হৃদ্স্পন্দনের শব্দে বিবেকের জানালাগুলো
খুলতে শুরু করে,
জাগ্রত মানুষের পদচারণায় ভারী হয়ে যায় আকাশ বাতাস
এক মুজিবের বজ্রকণ্ঠ কোটি কোটি বাঙালিকে
দেখায় নতুন করে বাঁচার স্বপ্ন,
শোনায় চিরমুক্তির বাণী।
তিনিই হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ,
আমরা শিখেছি তাঁর কাছ থেকে
কীভাবে বাঁচতে হয়,
বাঁচাতে হয় লাখো মানুষের অন্তরে লালিত স্বপ্নগুলোকে।
আমরা দীক্ষা নিয়েছি তাঁরই উচ্চারিত গুরুমন্ত্রের।
আমরা নিয়েছি প্রস্তুতি যুদ্ধের
নিয়েছি দীক্ষা মুক্তির
নিয়েছি সংকল্প স্বাধীনতার
নিয়েছি শপথ চিরকাল সংগ্রামের।
চেতনার এই সূর্য কোনোদিন অস্তমিত হবে না
আমরাই জন্ম নেব বারে বারে
জন্ম নেব বাঙালির ঘরে ঘরে।
কালের শপথ!
হিমালয় কোনোদিন মাথা নত করে না,
শীতের পাখিরা সাইবেরিয়া ছাড়ে জীবনের নতুন প্রস্তুতির আশায়,
কালের গর্ভে হারিয়ে যায় শঙ্কা,
মুক্তির পরম নিশ্বাস ফেলে গা ঝাড়া দিয়ে ওঠে সংগ্রামী জনতা,
ঘাসের ডগায় জন্ম নেওয়া শিশিরবিন্দু লীন হয়ে যায় মৃত্তিকার গহিনে,
তবুও জেগে থাকে স্বপ্ন
জেগে থাকে বাঁচার আশা,
লক্ষ কোটি মানুষের আশার আলোকে
প্রজ্বলিত করেছে একটি নাম,
তিনিই মহান নেতা শেখ মুজিবুর রহমান।
১৬/০৮/১৯, ঢাকা