উৎকণ্ঠার অনন্ত সমুদ্রে চির বৈরাগী মন
বারে বারে হারিয়ে যায় ভাগ্যের চোরাবালিতে
উজাড় করে বিলায় বেঁচে থাকার শেষ সম্বলটুকু
শুধুই প্রশান্তির সবুজ প্রান্তরে একটু ঠায় পাবার আশায় ।
তবুও মেলেনা দেখা সেই অচিন পাখির
বরং চিরশান্তির তপোবনে বিষাদের ছাপ
তিল তিল করে গ্রাস করে জীবনের প্রাঙ্গণ
টালমাটাল হয়ে পড়ে জীবন বৈতরণী ।
শেষমেষ জীবনের নাভিশ্বাসে যৌবনের বাতি নেভে
আশা ভরসার তরী ডুবে যায় জীবনের মোহনায়
প্রাপ্তির সমীকরণে বাঁধ সাজে আক্ষেপের সুর
ভ্রান্তির  দোলাচলে জীবন হারিয়ে যায় মহাকালের পাতায় ।