যাপিত যান্ত্রিক জীবনের নিষ্ঠুর বাস্তবতায় জটিল অঙ্ক সরলভাবে কষে
সারস পাখির ন্যায় গগনচুম্বী নীলাকাশের অসীম বুক চষে,
আমি অতিক্রম করছি দুর্ভেদ্য দুর্গম হিমালয়ের প্রাচীর।
তবুও ফুরিয়ে যায়নি অদম্য সাহস ও মনোবলের দৈব আধার
ভাঙেনি অসীম ধৈর্যে শক্তপোক্ত বাঁধ,
নিঃশেষ হয়ে যায়নি আত্মিক শক্তির গায়েবি ফোয়ারা।
বরং সময়ের ছন্দে জীবনের স্রোতে রং এসেছে
উন্মুক্ত জীবনের রঙ্গমঞ্চ সেজেছে বাহারি ঢঙে
মহাকালের সাথে মিতালি পাতিয়ে
আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি পূর্ণ আধ্যাত্মিকতার অন্তহীন দিগন্তে।