আমি প্রজ্ঞার জায়নামাজ বিছিয়ে মহিমান্বিত বসন্তের খোঁজে আছি
ঈশ্বরের অপার ঐশ্বর্যের সন্ধানে আমি দিনরাত মহাব্যস্ত আছি
প্রহর গুনছি সেই মাহেন্দ্রক্ষণের, আলোকময় এক ভুবনের
যেখানে প্রতিদিন হৃদয়ের গহীনে মাতাল হাওয়া বয়ে যায়
মিলনের আকাঙ্ক্ষায় দুচোখ বেয়ে আনন্দের অশ্রু ভেসে যায়
অমিয় সুধা পানের অধীর আগ্রহে দেহমনে বসে যায় ক্লান্তির ছাপ
নির্ঘুম রাত্রির কালো যবনিকা প্রতীক্ষায় থাকে সূর্যস্নাত ভোরের
পুনঃপুনঃ ষড়রিপুর দমনে নির্বাক হয়ে যায় চিত্ত
প্রচণ্ড ঝড় ওঠে মনের মণিকোঠায়
এক স্বর্গীয় সুরমূর্ছনায় ঝঙ্কিত হয় আকাশ বাতাস
ঈশ্বরের কৃপা ও করুণার বারিসম্পাতে সিক্ত হই আমি
সিক্ত হয় আমার অন্তরাত্মা
অলৌকিক এক স্বর্গীয় জ্যোতি সারাক্ষণ আগলে রাখে আমাকে
ধূলার ধরণীতে বাস করেও আমি যেন শুনতে পাই
জিব্রাইলের ডানা ঝাপটার শব্দ
শুনতে পাই মধুসূদনের বাঁশি
আমিই তখন হয়ে উঠি মহামানব