খোদায়ী নুরের বাগানে তিনি ফুটন্ত গোলাপ
মোহাম্মদ মোস্তফা (স.) নামে সদা যার আলাপ।
উম্মতের কাণ্ডারি তিনি ভাবনায় ব্যাকুল,
যার শাফায়েত পেতে সকলে আকুল।
ঈমানের শিক্ষা দিলেন যা অমূল্য রতন,
বদলায় মিলবে মোদের জান্নাত দর্শন।
নামাজ রোজা হজ্জ জাকাত দিলেন শিক্ষা যিনি,
সর্বকালে মানবতার মুক্তির অগ্রদূত তিনি।
মানবসেবায় ছিলেন এক দেহ-মন-প্রাণ,
উম্মতকে দিয়ে গেলেন হাশরে মুক্তির পয়গাম।
মহানবীর আদব শিক্ষা করে নাই যারা,
অহংকারী মানব সব দুনিয়াতে তারা।
দুঃখী মানুষের সেবা করে যে জন,
ধরণী মাঝে চিরস্মরণীয় বরণীয় হন।
নবী মোস্তফার (স.) প্রেমে যারা বিমোহিত হন,
খোদাতালার দরবারে তারা উঁচু দরজা পান।