আমার প্রতিটি লেখায় প্রতিভাত হয় কবিত্বের ঝর্ণাধারা
আমার প্রতিটি শিরা ধমনি ও অস্থিমজ্জায় বয়ে যায়
প্রশান্তির অনর্গল জলধারা
আমার হৃদমাঝারে ঘটে যায় স্বর্গীয় প্রেমের বারিসম্পাত
দিন হতে দিনান্তরে আমি হারিয়ে যায়
অনুপম সৃষ্টির অনিব্বচনীয় দিগন্তে।
আবারো আমার চোখে সৃষ্টির অপার লীলা ভাসে
হাসি-কান্না, বিরহ-মিলনের চিরন্তন রাজ্যে জীবন হাসে
রুপ, রস, গন্ধ ও বৈচিত্র্য সবকিছুই হারিয়ে যায় বয়ঃসন্ধির ভারে।
তবুও মানে না মন
অবুঝ মনের পরতে পরতে উদ্যমের শুভ্র সাগর জাগে
বার্ধক্যের বেলাভূমিতে কৃষ্ণচূড়ার বাঁকা হাসি বিধাতার নিকট করুণা মাগে
বসন্ত চিরকালই মহিমান্বিত, এমনকি জীবন্তের অন্তিমলগ্নে।