সত্যের মহীরুহ বৃক্ষ আমি,
আমার মাঝেই চিরন্তন সত্তার প্রকাশ
স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে আমার বাস
আমিই শুরু আবার আমিই শেষ
আমিই প্রকাশ্য আবার আমিই গোপনীয়
আমার মাঝেই লীন হয়ে আছে পরমসত্য।
অসীম-সসীমের মহামিলনের সূতিকাগার আমি
আমার মাঝেই আমি,
আমার মাঝেই শয়তান,
আমার মাঝেই সিফাত রূপে আত্মা।
আমার পরিচয়ে আমিই আমাকে হারিয়ে ফেলি,
শুধুই প্রশ্ন জাগে আমার মাঝে আমিটা কে?
একই মাটির ঘরে কেমনে বসত করে তিনজনে।
আমার আমিকেই চিনতে কেটে গেল কত বসন্তের প্রহর
তবুও অধরা আমার মাঝেই আমি
আমিই অচেনা বহুরূপী
যার অনন্ত কোটি কোটি প্রকাশ এই জগৎ সংসার খেলা।