বড়ই সাধ ছিল একবার তোমায় দেখি!
কতদিন বলিনি তোমার সাথে কথা
হয়নি বলা মনের অব্যক্ত ব্যাথা।
হয়নি মিটিমিটি তারাদের সাথে আলাপ;
করিনি সুখের রজনীতে উঁকি দেয়া চাঁদের সাথে ভাব।
কতদিন আসেনি প্রেমের নদীতে বান,
ভালোবাসার সুখ অনুভব করেনি এ দেহ মন প্রাণ।
কবে শেষ হবে আমার প্রতীক্ষার পালা?
তোমার নিঃসঙ্গতায় কাটিয়েছি বহু কষ্টের প্রহর-


দিন ঘুরে রাত হয়েছে, রাত ঘুরে দিন,
প্রতীক্ষার পালায় বছরগুলো হয়েছে মলিন।
দুঃখ, কষ্ট ও যন্ত্রণায় কেটেছে সময় বেদনা-বিধুর,
দুর্বিপাকে পড়ে জীবন হয়েছে আঁধার।
একসময় জীবন মানেই ছিল ছন্দ-


পাশে তুমি আর ছিল আনন্দ।
ছিল আবেগ, উচ্ছ্বাস ও আনন্দময় সোনালি দিন;
তোমার পরশে কাটত আমার প্রতিটি ক্ষণ রঙিন।
আমারও সেদিন ঢং ছিল,
মনে হাজারো রং ছিল-


বুকে সাহস ও মনে বল ছিল।
কোথায় হারিয়েছে সোনালি সেসব দিনগুলো!
জীবন হয়েছে দুর্ভেদ্য প্রাচীরের ন্যায়-


তবুও ছাড়িনি আমি হাল।
অনেক ইচ্ছের পসরা সাজিয়ে বসে আছি আজও-


ফিরবে তুমি আসবে নতুন কাল!
সকল ক্লান্তি-জরা মুছে হতাশার গ্লানি ধুয়ে
আসবে তুমি আমার মাঝে নিত্যনতুন সাঁঝে।
আবার দেখব তোমায় নয়নে নয়ন ফেলে-


মিটবে মনের সাধ!
কাটবে গভীর রাত।