আমি বলিনি ভালোবাসা জীবনে থাকতেই হবে
আমি বলিনি প্রেমে হাবুডুবু খেতেই হবে
বলিনি অন্ধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে
সারাজীবন তোমাকে পার করতেই হবে।
বলিনি সইতে হবে শুধুই ব্যথা
বলিনি শুনতে হবে দুঃখভারাক্রান্ত কথা
অনুরোধের হাজারো ঢেঁকি গিলে তোমাকে
হৃদয়বিদারক জীবন পার করতেই হবে।
আমি বলিনি ভালোবাসায় ত্যাগ থাকতেই হবে
আমি বলিনি কষ্টের প্রহর গুনতেই হবে
সারাজীবন দুঃখের নদীতে নোঙর করে
মিছে ভালোবাসার রং হৃদয়ে মাখতেই হবে।
বলিনি অভিনয় করতেই হবে
বলিনি সংসারের বোঝা বইতেই হবে
অদৃষ্টের দোহাই দিয়ে সারাটি জীবন
যাতনা তোমাকে সইতেই হবে।
আমি বলিনি ধৈর্যের ফল মিঠাই হবে
আমি বলিনি খাঁটি ভালোবাসার স্বাদ পেতেই হবে
মিলন বিরহের সাগরে পাড়ি দিয়ে
তোমাকে প্রাজ্ঞ ও প্রবীণ হতেই হবে।
বলিনি সময় একদিন ফুরিয়ে যাবে
বলিনি জীবনের রং ফিকে মনে হবে
জীবনের আলো-আঁধারে বহুপথ ঘুরে
ভালোবাসার মরীচিকায় জীবন গত হবে।
তাং-০৯/১০/১৯ ইং, ঢাকা।