অশান্ত মনের শান্ত কুটিরে যৌবনের ঢেউ ওঠে
ভুলে যাই ধর্ম-কাল ও দর্শনের যত বাণী
কালের পরিক্রমায় নিভে যায় কত উজ্বল জীবন প্রদীপ।
তবু হতাশার পাখিরা চিরদিন আকাশে ওড়ে
মৌ-লোভী মানুষেরা চিরদিনই ভ্রমরের কাছে ছোটে
যেন কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই মিলেমিশে
একাকার হয়ে যাই মহামিলনের চৌরঙ্গীতে।