রক্তাত্ত হৃদয়ের বেলাভূমিতে সান্ত্বনার ভুরি ভুরি সনাতনী বাণী
অভুক্ত দেহ মনের গভীরে নিঃশব্দ বঞ্চনা হাহাকারের তীব্র জ্বালা ।
অবৈধ সুখের বজরায় ভেসে ভেসে পরম শান্তির বসন্ত বিলাস
কামনা বাসনা লোভ লালসার সাগরে ডুব দিয়ে মুক্তির আত্মদর্শন ।
সবকিছুই ঘটে চলেছে সময়ের অনন্য তালে তালে
শান্ত মনকে অশান্ত করেছে সময়ের বেড়াজালে ।
তবুও আবেগি আয়েশি মনের অনর্গল লাগাম ধরে
নিষ্ঠুর নিয়তির সাথে সময় ও জীবনের সমঝোতা করে
আমি এগিয়ে চলেছি কালের পরিক্রমায়,
খুঁজে চলেছি অনাবিল শান্তি
ক্লান্ত পরিশ্রান্ত রাতের অন্তহীন প্রহরে ।