আমি গল্পের মতোই অতীতকে হারিয়েছি
আমি স্বপেড়বর মাঝেই ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছি
দেখেছি কীভাবে ছোট্ট শিশু তিল তিল করে বড়ো হয়
দুঃখ কষ্ট যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে টিকে রয়
টিকে রয় লড়াই করে
টিকে রয় দৃঢ় মনোবল নিয়ে
যে মনোবলের চাদর গায়ে জড়িয়ে এগিয়ে চলে
এগিয়ে চলে কৈশোর থেকে যৌবনের পথে
এগিয়ে চলে অভীষ্ট লক্ষ্যের নিকটে
যে পথে প্রতিদিন সংগ্রাম করতে হয়
বাঁধনহারা পাখির ন্যায় ডানা মেলে আকশে উড়তে হয়
উড়ে যেতে হয় সম্মুখপানে
উড়ে যেতে হয় নিয়তির টানে
যে টান মানুষকে বাঁচিয়ে রাখে চিরকাল।
সেই কালের শপথ
যৌবনের মাঝেই জীবন বিকশিত হয়
যৌবনের মাঝেই ঘটে মানুষের জয়পরাজয়
কিন্তু যে যৌবনের দাম অনুধাবন করেছে
যে পরাজয়ে না ডরে এগিয়ে চলে
এগিয়ে চলে জীবনসংগ্রামে
এগিয়ে চলে সময়ের টানাপোড়েনে
মুক্তির টানে
যে মুক্তির স্বাদ
তাকে হাতছানি দিয়ে ডাকে চিরকাল।
মুক্তির স্বাদ পাওয়া বড়োই সৌভাগ্যের ব্যাপার
সকলে মুক্তির স্বাদ আস্বাদন করতে পারে না
তারাই পারে
যাদের মাঝে জীবনের ছন্দ আছে
হৃদয়ে পরমানন্দের ঢেউ আছে
যে ঢেউয়ের তালে তালেসে অনুভব করে ঐশ্বরিক শক্তির অপূর্ব লীলা
যে লীলার মাধুর্য মনকে ভরিয়ে দেয় চিরতরে
আমিও সেই লীলার সাগরে হাবুডুবু খেতে চাই
অনন্ত সাগর মন্থন করে মণি মুক্তো পেতে চাই
পেতে চাই আজন্ম লালায়িত স্বপেড়বর ভুবন
যে ভুবনে মানুষে মানুষে প্রেমের মালাবদল হয়
হৃদয় মাঝে মুক্তির স্বাদ পাওয়ার আশা জাগ্রত হয়
যে আশা মানুষকে প্রতীক্ষা করতে শেখায় চিরকাল।