উন্নত সভ্যতার কালো চাদরে নিজেকে মুড়ে
আধুনিক সভ্যতার প্রকাশ্য বাহারি মজা লুটে
আমি ধীরে ধীরে নিঃস্ব হচ্ছি সময়ের প্রয়োজনে।
কখনো বা বিবেকের তাড়নায় প্রতিবাদের ভাষা সরব
কিন্তু পরিস্থিতির সংকটে ক্ষীণ হয়ে আসে কন্ঠস্বর
অভাবের ভাবনায় মানসিক যাতনা নৃত্য করে মনের গহীনে।
তবু ভালোবাসার চিরায়ত রং মেখে
দুঃখ কষ্ট যন্ত্রণার যত ইতিহাস ঢেকে
আমি অভ্যস্ত হচ্ছি নাগরিক সভ্যতার বেড়াজালে।