চলেই যদি যাবে
তবে কথা দিয়েছিলে কেন?
ভালোবাসার কণ্ঠহার পরিয়ে
মন রাঙিয়েছিলে কেন?
বলিনি তোমায় আমি
ধরো আমার দুটি হাত,
কেন তবে তুমি তোমার মায়ার জালে
করলে আমায় কুপোকাত।
কেন দিলে তুমি মুছিয়ে
আমার চোখের যত অশ্র“জল,
কেনই বা শিখালে হাসতে আমায়
করিনি তোমার সাথে আমি কোনো ছলাকল।
ভালোই ছিলাম একা ছিলাম
ছিল না হারানোর কোনো ভয়,
কেন তবে এত অন্তরে শঙ্কা
তবে কি পারিনি করতে তোমাকে জয়!
প্রেমের দহন পুণ্য দহন
অন্তরে ছিল বিশ্বাস,
কে জানে তা ঘটবে আমার সাথে
জীবন আমার হবে নাভিশ্বাস!
ভেবেছ কি তুমি পার পাবে কখনও
আমাকে কাঁদিয়ে জীবনভর,
বিধাতাকে আমি মেনেছি সাক্ষী
অন্তরে তুমি পুড়ে হবে ছারখার।