উদ্ভ্রান্ত দশ দিগন্তের ওপারে আশার আলো ফোটে
প্রবহমান নদীর সবকিছুই বিলীন হয় সাগরের মোহনায়
আকাশের বুক চিরে নীরব কানড়বা বৃষ্টি হয়ে ঝরে পড়ে
অসহায় আত্মাগুলো মুক্তির দিন গোনে মহাকালের পাতায়
তবুও থেমে নেই হাসি-কানড়বার রোল
জন্ম-মৃত্যুর আবর্তনে ঈশ্বরের অপার লীলা
কামনা-বাসনার অভিশাপে বন্দি মানুষের
অসহায় আত্মসমর্পণের নির্লিপ্ত ইতিহাস
আবারও ব্যর্থ পথিকের জীবনে কৃষ্ণচূড়ার মেলা বসে
প্রশান্তির প্রবল বাতাসে দোলা দেয় হৃদয়-মন
সকল গ্লানি-হতাশা ঢাকা পড়ে যায় সাফল্যের ছোঁয়ায়
পবিত্র আত্মা শুধুই মিলিত হতে চায় অনন্ত জগতের অন্তহীন দিগন্তে।