হে রাব্বে কারীম
তোমারই পবিত্র নাম জপে আমি প্রতিদিন ধন্য হই
ধন্য হয় আমার অন্তরাত্মার  কুটির
যে কুটিরের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ে
মেশক আম্বরের সুঘ্রাণ
যার সুঘ্রাণে খুলে যায় বন্ধ মনের হাজারো জানালা
যে জানালায় উদিত হয় মহাব্বতের উজ্জ্বল রৌশনি
যার কিরনে বিদূরিত হয় মনের ঘোর অমানিশার অন্ধকার।
লোভ লালসা, কামনা ও বাসনার বিষবাষ্প থেকে মুক্ত হয় মন
যে মনের প্রতিটি কোনে জ্বলে ওঠে তৌহিদের চেরাগ
যার আলোয় পথ চলে
আমি ছুটি যাই মুক্তির পানে
ছুটে যাই সময়ের টানে।