পরিবর্তনের নিত্য নতুন ঢেউয়ে জীবনের রূপ রস গন্ধের তকমা বদলে  
পেশাদারিত্বের বৈতরণী বইতে বইতে অযাচিত ঝড় ঝঞ্ঝার ঠেলা সামলে  
আমি এগিয়ে চলেছি নিদারুণ একাকিত্বের মায়াকাননে  
ধূসর মায়াহীন জগতের অন্তহীন দিগন্তে।  
ভেঙে গেছে কপটতা ও ছলনার কাচের পৃথিবী  
উদারহস্তে জীবন ও যৌবনের মণিকাঞ্চনে ধন্য হয়েছে সময়  
আজন্মলালিত স্বপ্নের পাখিরা ডানা মেলে সফলতার সুবাসিত ভুবনে।  
এমনিভাবে সময়ের ব্যবধানে জীবনে বার্ধক্যের রং ধরেছে  
কৃষ্ণচূড়ার ছায়ায় বয়সভেদে ভালোবাসার রং চটেছে  
মহাকালের পাতায় ধীরে ধীরে নিরুদ্দেশ হয়েছে বসন্তের কোকিল।