অজস্র  দুঃখ কষ্ট ও যন্ত্রণার মাঝেও জীবনে প্রেম জাগে
ধু ধু মরিচিকার রঙধনু পেরিয়ে
বেসামাল মনের পরতে পরতে রঙ্গ নামে ।
আবারো বিমুগ্ধ রজনীর সাথে মনের মিতালি হয়
প্রশান্তির বারিসম্পাতে তৃপ্ত হয় অন্তরাত্মা  
নিভৃত মনের প্রতিটি কোনে
দোলা দেয় স্বর্গীয় সুখানুভূতির অনন্য ছোঁয়া ।
তবুও মনে বিষাদের সুর জাগে
অশান্ত মনের চূড়ায় আলেয়ার রঙ লাগে
আমি হারিয়ে যাই অনাকাঙ্ক্ষিত ভাবনার বিচিত্র ভুবনে
সত্য ও সুন্দরের পথে নগণ্য সাধক  আমি প্রেমময় যৌবনে ।