আমি যেন ঢলে পড়েছিলাম মৃত্যুর কোলে
চারিদিকে দেখছি শুধুই আঁধার!
আশার আলো প্রায় অস্তমিত হয়েছিল,
কিন্তু না, হঠাৎ একটি
দীপশিখা জ্বালিয়ে কে যেন
আমার মনে সঞ্চারিত
করে বুকভরা আশা।
মনের মুকুরে লালিত স্বপ্নকে
সেদিন রাগ-রাগিণীর সুরের
মূর্ছনায় আবিষ্ট করে দিয়ে
পথ দেখিয়েছিল
হিতাকাক্সক্ষী আলোকিত
কিছু মানুষ।
সেই থেকে পথচলা শুরু,
থামাথামির বালাই নেই
এখন আমি অনন্ত স্বপ্নের
ঠাসা বুননে হাঁপিয়ে
ওঠা একজন
ঘুমকাতর মানুষ।
লাগামহীন যান্ত্রিক জীবনের
প্রহর গুনতে গুনতে
কেটে যায় পুরোটা দিন।
কিন্তু ছাড়িনি হাল,
আজও স্বপ্ন দেখি
সৃষ্টির মাধ্যমে
মৌলিক কর্মের উদ্দীপনায়
উদ্ভাসিত করব নিজের
দেহ মন, মিলিত হব
অসীমের তরে ঈশ্বরের বরে।