কর্ম কোলাহলময় লৌকিকতার অসার ও হেঁয়ালি রঙ্গমঞ্চ ছেড়ে
ঐশ্বরিক প্রেমের সম্মোহনী শক্তির অনির্বাণ শিখা অন্তরে জ্বেলে
আমি এগিয়ে চলেছি অমোঘ সত্যের অন্তহীন দিগন্তে।
ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে জ্ঞানদীপ্ত ইলমের প্রখরতা
প্রগাঢ় ভক্তির উন্মাদনায় পবিত্রতার ঢেউ জাগে আত্মার গহিনে
অতীন্দ্রিয় প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হয় পার্থিব দুনিয়ার কঙ্কালস্বরূপ
প্রতিভূ।
তবুও জাগতিক চিন্তা-ভাবনার দৈনন্দিন জাঁতাকলে পিষ্ট হয়ে
অপরিণামদর্শী সংসারযাত্রার অপাঙক্তেয় ভাবনায় সতত মজে
আমি নিজেকে ক্রমান্বয়ে বিলীন করছি লা মোকামের দ্বারপ্রান্তে।