ওরা কি এখনো মানুষ হয়নি


ওরা কি এখনো মানবতা শেখেনি


তবে কী শিখছে ওরা


ওরা কি শিখছে শুধুই মানুষ হত্যা


নিজের আপন বন্ধুকে, নিজের


বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাইটিকে


নৃশংসভাবে হত্যা,


তাহলে কি সবকিছু শেষ হয়ে গেছে


সবকিছু কি নষ্ট হয়ে গেছে


সবকিছু কি নষ্টদের অধিকারে চলে গেছে


নষ্ট হয়ে গেছে দেশ সমাজ রাষ্ট্র


পচে গেছে বিবেক


পচে গেছে নৈতিকতা


ক্রমান্বয়ে বেড়ে গেছে হিংসা বিদ্বেষ শঠতা।


তারাই তো সেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র


যাদের পূর্বসূরিরা


’৫২, ’৫৬, ’৬৯,’৭১ সালে


দেশের নেতৃত্ব দিয়েছে


ত্যাগ শিখিয়েছে


তাদেরই বীরত্বের গৌরবগাথা


ছড়িয়ে রয়েছে সোনালি ইতিহাসের পাতায়।


কেন তবে এত অধঃপতন


কেন তবে টর্চার সেল ও র‌্যাগের


নামে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানব হনন।


আজও তবে কি তারা মানুষ হতে পারেনি


আজও কি তারা মানবতার দর্পণে


নিজেদের চেহারা একবার দেখেনি


একবারও দেখিনি পেছনে ফিরে


অগণিত মানুষের দল তাকিয়ে আছে তাদের দিকে


একবারও কি ভাবেনি তারা


বাবা-মায়ের অসহায় করুণ মুখ


যারা প্রতিদিন


স্বপ্ন দেখে নিজের সন্তানদের নিয়ে


স্বপ্ন  দেখে সুখী সমদ্ধৃ বাংলাদেশ বিনির্মাণের


সেই স্বপ্ন  এমনিভাবে শেষ হয়ে যেতে পারে না


পারে না শেষ হতে তরুণীর প্রেম


পারে না শেষ হতে বড়ো ভাইয়ের বিশ্বাস


পারে না শেষ হতে সংগ্রামী কিশোরের স্বপ্ন


আজও আমি স্বপ্ন  দেখি


লাখো মানুষের স্বপ্ন  কোনোদিন বৃথা হতে পারে না


কখনো বৃথা হতে পারে না


কিছুতেই বৃথঅ হতে পারে না।